বিজ্ঞানী ড. সাইদুর রহমানকে ফুলপুরে সংবর্ধনা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বসেরা গবেষকদের মাঝে অন্যতম ন্যানো বিজ্ঞানী ডক্টর সাইদুর রহমানকে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ৩০ অক্টোবর তিনি দেশে আসলে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নানের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, হরিণাদী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ ফকির, চরনিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা ইয়াসমিন রিটা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান পান্না, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম কবীর (দিদার), ফুলপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আব্দুল হক লিটন, সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, সেকান্দর আলী, রাকিবুল ইসলাম মাহফুজ, সেলিম রানা, বাহার উদ্দিন, কামরুল ইসলাম খান, আলমগীর হোসেন, ডিএসবি সিদ্দিক প্রমুখ।

এর আগে তাকে ময়মনসিংহে ও তার নিজ গ্রাম চরনিয়ামতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। নিজ এলাকার মানুষের ভালবাসায় তিনি সিক্ত হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দারুল ইহসান কাসিমিয়া এক্সিলেন্ট মাদরাসার পক্ষ থেকে তাকে একটি মানপত্র প্রদান করা হয়।