
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর জমি দীর্ঘদিন বেদখলে থাকার পর অবশেষে উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ত্রিশাল পৌর শহরের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে এ উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, বিআরডিবির উপ-পরিচালক দুলালী ধর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা আক্তার, ইউসিসির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বিআরডিবির জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উচ্ছেদ অভিযানে ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।