বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ফারুক আহমেদ :
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। রবিবার সকালে রাজধানীর মিন্টু রোডস্থ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে গত ২১ সেপ্টেম্বর পুনরায় আরও চার বছরের জন্য নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকে তারা উচ্চশিক্ষার উৎকর্ষতার মাধ্যমে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন কীভাবে তরান্বিত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৭ এর অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। আইনটি ২০১৭ সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় সংসদে অনুমোদিত হয় এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমসমূহ অ্যাক্রেডিট করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।