বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বৃটিশ প্রতিমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন

অনলাইন ডেস্ক : রাজধানীর ৩২ নম্বর ধানমন্ডীতে
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন ঢাকা সফররত ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।

শুক্রবার (১০ মার্চ) ব্রিটিশ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প‌রিদর্শন ক‌রেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান। পরে স্মৃতি জাদুঘর প‌রিদর্শ‌নের বইয়ে সই ক‌রেন তিনি।

এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে শুক্রবার ঢাকায় আসেন ট্রিভেলিয়ান। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে ইঙ্গিত রয়েছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্টের (এফসিও) ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ট্রিভেলিয়ান।

সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। এছাড়া যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো।

সফরকালে ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি।