বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের যুগ্ম সম্পাদক হলেন আনিছ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৩ বারের মেয়র আলহাজ এবিএম আনিছুজ্জামান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ কেন্দ্রিয় কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম সুলাইমান চেীধুরী সুজনের যৌথ সাক্ষরে আলহাজ এবিএম আনিছুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বর্তমান মেয়র আনিছ ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র। ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এবিএম আনিছুজ্জামান কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ত্রিশালের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।