ফুলপুর পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খলিলুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা টেবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে ও শনিবার উপজেলার ছনধরা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ফুলপুর থানার এসআই বকুল সাহা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার ভোর রাতে ছনধরা ইউনিয়নের ছয় মাইল নামক স্থানে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও গ্রামের আকিকুল ইসলামের পুত্র মোশারফ পারভেজ (২০), একই গ্রামের জৈমত আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২০) ও বড়বিলা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র পলাশ মিয়া (২৫)কে আটক করেন এবং তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ সেপ্টেম্বর) ফুলপুর থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ছনধরা ইউনিয়নের হাটপাগলা নামক স্থানে জনৈক মুখলেছুর রহমানের বাড়ীর সামনে থেকে মাদক কারবারী ফুলপুর উপজেলার দেওখালি গ্রামের ইমান আলীর ছেলে আহাম্মদ আলী (৩২) ও ছনধরা (কাশিগঞ্জ) গ্রামের সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩৫)কে আটক করেন। এসময় পুলিশ আহাম্মদ আলীর কাছ থেকে ১৫ পিচ ও আব্দুল্লাহর হেফাজত থেকে ২৫ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে তা জব্দ করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।