
ময়মনসিংহের ফুলপুরে বীরাঙ্গনাদের সংঘাতকালিন সময়ে যৌন সহিংসতা; ক্ষতিপূরণ ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও নারীপক্ষের আয়োজনে রবিবার (০২ অক্টোবর) বেলা ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
বীরাঙ্গনাদের সংঘাতকালিন সময়ে যৌন সহিংসতা; ক্ষতিপূরণ ও প্রতিকার বিষয়ক পরামর্শ সভায় বক্তারা বলেন, আমাদের দেশের সরকার, মুক্তিযোদ্ধা সংসদসহ সব বেসরকারি সংগঠনকে বীরাঙ্গনাদের ব্যাপারে সক্রিয় হতে হবে। সব বীরাঙ্গনার স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তাদের সম্মানী, নিরাপত্তা ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। মৃতদের মরণোত্তর স্বীকৃতি দিতে হবে। তবেই নিজেদের বাংলা মায়ের প্রকৃত সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে। গর্ববোধ হবে।
ফুলপুরে বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে সকল অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো দরকার। এছাড়াও বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধাদের স্মরণে শহরে ফলক তৈরীর উপর আহবান জানান বক্তারা। বীরাঙ্গনাদের নিয়ে কাজ করায় ফুলপুরের সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবিকে বক্তারা ধন্যবাদ জানান।
নারীপক্ষের নেতৃবৃন্দ বলেন, ফুলপুরে এখন পর্যন্ত ৫জন বীরাঙ্গনাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আরো ৪জন আবেদন করেছেন বলে জানা গেছে। বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে পূনর্বাসনে সকল পক্ষকেই সামনে এগিয়ে আসতে হবে। আমরা ৭৮জন বীরাঙ্গনাকে সাধ্যমতো মাসিকভাবে সহযোগিতা প্রদান করছি।
বীরাঙ্গনা/নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সামাজিকভাবে পূণর্বাসন এবং সংঘাতকালিন সময়ে ক্ষতিপূরণের দাবীতে নারীপক্ষ সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে।