প্রাথমিকের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ সম্মানী ৫ হাজার

অনলাইন ডেস্ক : ২৯১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ বুধবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে। এসব উপজেলা বা থানার রিসোর্স সেন্টারে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। ২৯১টি উপজেলায় ৪৩৪টি ব্যাচের ১০ দিনের প্রশিক্ষণ জাতীয় ও সরকারি ছুটির দিন ছাড়া নিরবচ্ছিন্নভাবে চলবে। ১০ দিনের এ প্রশিক্ষণে অংশ নিয়ে নতুন শিক্ষকরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। এর বাইরে প্রতিজন শিক্ষক খাবারভাতা পাবেন ২ হাজার ৮০০ টাকা। ২৯১টি উপজেলায় এ প্রশিক্ষণ আয়োজনের বরাদ্দ দেয়া হয়েছে ১২ কোটি ১৪ লাখ টাকা।
গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা দিয়ে সব উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপপরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ প্রশিক্ষণ আয়োজনের বিস্তারিত নির্দেশনা দেয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা ও থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণ দেয়ার প্রশাসনিক অনুমোদন রয়েছে। প্রশিক্ষণের বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী দেয়া হয়েছে।