
ষ্টাফ করেসপন্ডেন্ট : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা থানাকে দ্রুততম সময়ের মধ্যে উপজেলায় উন্নতীকরণের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাগলা উপজেলা বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি করেছে তারা।
এ সময় বক্তারা বলেন, পাগলা থানার বাসিন্দাদের উপজেলা পরিষদ গফরগাঁও দূরবর্তী হওয়ায় অতি কষ্টে সদর উপজেলায় যেতে হয়। গফরগাঁও উপজেলা সদরের সঙ্গে পাগলা থানার অবহেলিত কয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় স্থানীয়দের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যা নিরসনে পাগলা থানাকে দ্রুততম সময়ের মধ্যে উপজেলায় উন্নীতকরণের জন্য আমাদের জোর প্রত্যাশা। বক্তারা আরো বলেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী প্রাণের পাগলা থানাকে খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলায় বাস্তবায়ন করবেন। এখানে জনসংখ্যা ও ইউনিয়ন সংখ্যার দিক দিয়ে পাগলা থানার অবস্থান গফরগাঁও থানার থেকে অনেক বেশি।
পাগলা থানা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এবং আন্দোলন কমিটির মুখপাত্র অধ্যাপক সোহেল মাজহারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. আবুল হোসেন দিপু, পাগলা উপজেলা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম, সারোয়ার জাহান শাহীন, সদস্য সচিব মাহবুব আলম বাবলু, নিগুয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব:) শাহাবউদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম বাবুল, সদস্য ফারুক মন্ডল, এড. হুমায়ুন মালিকসহ প্রমুখ। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পূলক কান্তি চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন পাগলা উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকাবাসী, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমুখ।