নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু, নিখোঁজ ৫

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রীবহনের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ১০জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে নাজমা (২৫) তার শিশুপুত্র নাসিমকে (৪) নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। ছোট নৌকায় পরিবারের ১৮ থেকে ২০জন নদী পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০জন সাঁতরে ওপরে ওঠেন।

কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল বলেন, নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিলো। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, মৃত নাজমা হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।