নেত্রকোনায় গণধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দায় এক নারীকে (২৫) গণধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কলমাকান্দা সদরের পূর্ব বাজার (মাছ মহাল) এলাকার টেপু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের মুক্তিরচর এলাকার রেজ্জাক মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, পাহাড় দেখানোর কথা বলে রাসেল মিয়া, সাইকুল ইসলাম, সুমন সাহা ও সেলিম মিয়া গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পাতলাবন নদীর পাড়ে নিয়ে ওই নারীকে তারা ধর্ষণ করেন।

ঘটনার এক সপ্তাহ পর ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে নেত্রকোনা আদালতে মামলা দায়ের করেন। পরে ওই আদালতের নির্দেশে শনিবার রাত সোয়া ১২টার দিকে কলমাকান্দায় থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলা নথিভুক্ত করার পর রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে রাসেল মিয়া ও সেলিম মিয়াকে গ্রেফতার করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, রাসেল মিয়া ও সেলিম মিয়াকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।