নেত্রকোনায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক : নোত্রকোনা সদর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঝাউসি নামক স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ওসি শাকের আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

নিহত বিজিবি সদস্যের নাম সুমন চৌহান। তিনি কাপ্তাই-৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত অটোরিকশা চালকের নাম অসীম মিয়া। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। আহতরা হলেন মোফাজ্জল ও আবদুল্লাহ আল মামুন। তারা ময়মনসিংহের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে সদর উপজেলার ঝাউসি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় এক বিজিবি সদস্যসহ চার আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।