
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কোর্স বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
গত ২৯ জানুয়ারী বিসিক শিল্প নগরীর সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়। প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নিরূপণ, প্রশিক্ষণ নিয়মাবলী, প্রশিক্ষণ আউটলাইন, বিসিকের ইতিহাস, শিল্পের উন্নয়ন ও পরিচিতি তুলে ধরা হয়।
শিল্প কী, শিল্প নীতি, আয়কর, কর অবকাশ, অবচয়, প্রশিক্ষণ কোর্সে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলী, প্রকল্প প্রস্তাব অনুসন্ধান, লাভজনক প্রকল্প বাছাই, মাইক্রো স্ক্যানিং, ম্যাক্রো স্ক্যানিং ও লক্ষ্য নির্ধারণ, বিপণন ব্যবস্থা অনুশীলন, বাজার পরিকল্পনা, উৎপাদন ব্যবস্থাপনা অনুশীলন, পণ্য মূল্য নির্ধারণ, সংগঠন ব্যবস্থাপনা অনুশীলন, ডকুমেন্টেশন ও সংগঠন ব্যবস্থাপনা, বিসিক কর্তৃক প্রদত্ত সুবিধা, অর্থ ব্যবস্থাপনা, মোট প্রকল্পের ব্যয় নিরূপণ, আয়ের বিবরণী, আর্থিক অনুপাত, ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ, ক্যাশফ্লো এনালাইসিস, আর্থিক উৎস, ব্যাংক, এনজিও, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও ঋণ পরিশোধের তফসিল, আর্থিক বিশ্লেষণ বিষয়ে আলোচনা করা হয় ওই শিল্পোদ্যোক্তা উন্নয়নপ্রশিক্ষণ কোর্সে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নেত্রকোণা জেলা কার্যালয় আয়োজিত ৫ দিন ব্যাপি শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে বিসিক নেত্রকোণা জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আক্রাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার।
বিসিক নেত্রকোণা জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার কর এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেনন প্রমোশন কর্মকর্তা শিরিন ইসলাম। প্রশিক্ষণে ২৫ জন নবীন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ লক্ষ-কোটি বেকারের দেশে চাকরী নামক সোনার হরিণের পিছনে না ঘুরে শিল্পোদ্যোক্তা হওয়ার আহবান জানান। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বে। প্রযুক্তির কারণে মানুষের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে। শ্রমিকের চাহিদা কমে যাবে। মানুষ কর্মহীন হয়ে পড়বে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ শিল্পোদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে।