
অনলাইন ডেস্ক : দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরস নিয়ে আসছে অনলাইন ভিত্তিক বিক্রয় সেবা ইদোকান (edukan)। এর মাধ্যমে টাটা গাড়ির গ্রাহকরা তাদের প্রয়োজনীয় স্পেয়ার পার্টসগুলো www.nitoltata-edukan.com থেকে অর্ডার করতে পারবেন।
নিটল মটরস স্পেয়ার পার্টস ডিভিশনের জন্য এই অনলাইন সেবার প্লাটফর্মটি থেকে পেমেন্ট করার ব্যবস্থা করে দেবে সূর্যপে(SHURJOPAY) পেমেন্ট গেটওয়ে কোম্পানি। এর ফলে ক্রেতাদের বিকাশ/নগদ/এম ক্যাশসহ নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এ উপলক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিটল নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে।