
শেরপুরের নালিতাবাড়ীতে একটি অনুমোদনহীন ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর। বুধবার (১২ অক্টোবর) বেলা দুইটার দিকে উপজেলার উত্তর কোন্নগর গ্রামের রয়েল প্লাস নামে ওই কারখানার মালিক রাকিবুল ইসলামকে এ জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, রয়েল প্লাস নামে কোম্পানীর নামকরণ করে দিব্বি বিএসটিআই এর সিল ব্যবহার করে ভোজ্যতেলের পাশাপাশি লবনও বাজারজাত করা হচ্ছিল। কোম্পানীর মালিক রাকিবুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিএসটিআই অনুমোদন ব্যতীত পরবর্তী সময়ে এ প্রতিষ্ঠান উৎপাদন এবং বাজারজাত করতে পারবে না।
এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। এ সময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।