নালিতাবাড়ীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা ও নালিতাবাড়ীতে প্রতিষ্ঠা কালীন সাংবাদিকদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মেঘমালা উপজেলা পরিষদ সভা কক্ষে এ স্মরণ সভা হয়।

নালিতাবাড়ী উপজেলার প্রথিতযশা সাংবাদিক প্রয়াত আবদুর রাজ্জাক,সুশীল রায়,মোস্তফা কামাল ও ইদ্রিস আলীর স্মরণ সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আবদুস সবুর,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সরকার গোলাম ফারুক,কমিউনিস্ট পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন সরকার,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো.নাজিম উদ্দিন আহাম্মেদ। প্রয়াত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিএডিসির উপপরিচালক সঞ্জয় রায় ও প্রধান শিক্ষক মারজিনা মোকরেজ ডেইজি। আর প্রতিষ্ঠাকালীন সাংবাদিকদের পক্ষে কাউন্সিলর মো.জহুরুল হক বক্তব্য রাখেন।

কান্নাজড়িত কন্ঠে প্রয়াত পরিবারের সদস্য সঞ্জয় ও ডেইজি বলেন,দীর্ঘ ৩০ বছর পর আজ আমাদের বাবার জন্য স্মরণ সভা হয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় সাংবাদিকতা করেছেন,রাজনীতি করেছেন। এ পর্যন্ত কোন দল বা সংগঠন তাঁদের স্মরণ সভা করেন নি। আজ উপজেলা প্রেসক্লাব এ আয়োজন করায় তাঁদের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেও বাবা দেশের জন্য অনেক দিয়েচেন কিন্ত কিন্ত বিনিময়ে কারো কাছে কিছু পাইনি।

সভায় বক্তারা বলেন,আমাদের নালিতাবাড়ীতে ওই সময় হাতে লিখে ডাকের মাধ্যমে সংবাদ পাঠানো হতো।আর পত্রিকা আসতো একদিন পর। ওই সময় সাংবাদিকতায় গত শতকের সত্তরের দশকে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন।এ ছাড়া ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা করতেন। খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকতেন।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম তালুকদার।