নান্দাইলে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
আলুর জন্য জমি তৈরি ও বীজ বপনের উপযুক্ত সময় কার্তিক মাস। হালকা প্রকৃতির মাটি অর্থাৎ বেলে দো-আঁশ মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। এরইমধ্যে রোপণের পর আলু গাছ অনেক বড় হয়েছে। প্রতিটি ক্ষেতে আলু গাছে সবুজ পাতার সমারোহ। শীত আর কুয়াশা উপেক্ষা করে পরিচর্যায় তাই ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের নান্দাইলের কৃষকরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আগাছা পরিষ্কার, আলু গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও সরিয়ে দেওয়া, রাসায়নিক সার প্রয়োগ করছেন কৃষক।

কৃষকরা জানান, পুরনো আলু বাজারে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু আরও বেশি দামে বিক্রি হবে। এ জন্য তারা বেশি লাভের আশায় আলু চাষে ঝুঁকেছেন।

উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের আলু চাষি আব্দুল মন্নাছ বলেন, “এ বছর ৩০ শতক (৩ কাঠা) জমিতে আলু চাষ করছি। আলুর গাছগুলি খুব সুন্দর অইছে। ক্ষেতের ঘাস পরিষ্কার করছি। আশা করছি এইবার আলুর ভালো ফলন পাইয়াম।”

বীরকামট গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, “আমি ২০ শতক জমিতে ডায়মন্ড জাতের আলুর চাষ করেছি। এখন পর্যন্ত আলুর গাছ খুব ভালো। আশা করি ফলনও ভালো হবে।”

চরশ্রীরামপুর গ্রামের কৃষক হুমায়ুন বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় আলুর গাছ খুব সুন্দর হইছে। কোন রোগবালাই নেই। শেষ এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের আশা করছেন তিনি।”

উপজলো কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৫ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৬০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক বলেন, আলু চাষের জন্য এ অঞ্চলের মাটি উপযোগী হওয়ায় প্রান্তিক চাষিরা আলুর চাষাবাদ করছেন। আবহাওয়া অনুকূল থাকায় ৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এখন পর্যন্ত আলু ক্ষেতে তেমন কোন রোগ-বালাইয়ের প্রকোপ দেখা যাচ্ছে না। কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আলুর ক্ষেত সারাক্ষণ দেখভাল করছেন। আলুতে পচন বা পোকার আক্রমণ ঠেকানোর পদ্ধতি কৃষকদের জানানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আলুর বাম্পার ফলন হবে।”