ধানীখোলা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মানিক মাষ্টার

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ১নং ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোশাররফ হোসেন মানিক মাষ্টার।

মোশাররফ হোসেন মানিক মাষ্টার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ১৭৪ নং ভাওয়ালীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা ও সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ধানীখোলা ইউনিয়ন শাখার আহ্বায়ক । বাংলাদেশ আওয়ামীলীগ ধানীখোলা ইউনিয়ন শাখার সাবেক সদস্য (২০০২ সাল থেকে ২০১৫ পর্যন্ত)। নাগেশ্বরী নদী পাবসস সাধারণ সম্পাদক, ধানীখোলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আগামী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তৃনমুলের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।

তিনি বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে আদর্শিত বঙ্গকণ্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী।তৃনমুল আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমি কখনও স্বার্থের জন্য রাজনীতি করিনি।