
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বরাবরে মতো এবারও পূজায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্দিরে সিসিটিভি স্থাপন, মোবাইল টিম পরিদর্শন, প্রবেশপথে দর্শনার্থীদের পরীক্ষা করা, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখাসহ বিশেষ পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু ঢাকা না, সারাদেশের মন্দির ও মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
গ্রামের মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা না থাকলেও সার্বক্ষণিক পাহারা দেওয়া হবে। এছাড়া মন্দিরে থাকবে পুলিশ ও আনসার।
শনিবার (১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
এবার সারাদেশে প্রায় ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হবে ২৪১টি মণ্ডপে, যা গতবারের চেয়ে ছয়টি বেশি।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, সার্বিক নিরাপত্তা বিষয়ে আমরা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। সব মণ্ডপে নজরদারির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এবার সব মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। যারা ২৪ ঘণ্টা পাহারায় থাকবেন।