
নেত্রকোণার দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা ৯ বছরে পর্দাপণ উপলক্ষে তিন সাংবাদিককে সম্মাননা দিয়েছে।গতকাল রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এই উপলক্ষে সাংবাদিক শাহাদাত হোসেন কাজল এর সভাপতিত্বে, পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি মাহমুদা শারমিন নেলী, ডাঃ দিবালোক সিংহ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক পৌর মেয়র মোঃ শ.ম জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন।
আলোচনা শেষে দুর্গাপুরের ৩জন সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন কাজল, মোঃ মোহন মিয়া, এস এস রাফিকুল ইসলাম কে সুসঙ্গ বার্তা পত্রিকার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, নির্মলেন্দু সরকার বাবুল, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক আফম সফিউল্লাহ, ধ্রুব সরকার, পল্টন হাজং, মাসুম বিল্লাহ, আল নোমান শান্ত, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া প্রমুখ।