দুর্গাপুরে পৌর মেয়রের মৃত্যুতে দোয়া ও আলোচনা

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার জননন্দিত মেয়র আলা উদ্দিন আলাল এর অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ‘র দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন থেকে পাঠ শেষে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, মেয়র আলা উদ্দিনের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ি মো. আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে মেয়র আলা উদ্দিনের আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মেয়র আলা উদ্দিন আলাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন।