মামুনুর রশিদ মামুন : ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার নির্বাচনে সম্ভাব্য নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার ত্রিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।
সোমবার(৩০নভেম্বর সন্ধ্যায়) অনুষ্ঠিত অনুষ্ঠিত
মতবিনিময় ও আলোচনা সভায় ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী নবী নেওয়াজ সরকার।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সুয়েল, মাহমুদুল আলম পারভেজ,স্বপন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদুল আলম মজিব,সাংবাদিক জুবায়ের হোসেইন, সাংবাদিক রফিকুল ইসলাম শামিম, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মতিউর রহমান সেলিম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ,নাজমুল হুদা প্রমুখ।