ত্রিশালে শাহ্ সূফী জাহিদ হোসেন ফারুকের ২৫তম খুশবো দিবস অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা শাহ সূফী সৈয়দ জাহিদ হোসেন ফারুকের নামে প্রতিষ্ঠিত সুফী চর্চা কেন্দ্রে ২৫তম খুশবো দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শাহ্সূফী সৈয়দ জাহিদ হোসেন ফারুক এর বক্ত বৃন্দদের নিয়ে বিশেষ ধর্মীয় বয়ান ও হালকায়ে জিকির করা হয়। খুশবো দিবসে বয়ান পেশ করেন, দরবারের খাদেম জসিম উদ্দিন, গোলামে জাহিদ জসিম উদ্দিন শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন,স্থানীয় সাবেক ইউপি সদস্য, আঃ মতিন, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, মফিজ উদ্দিন, মেহেদী হাসান, আবু রায়হান, শরীফ খান, মানিক মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খুশবো দিবসে সৈয়দ জাহিদ হোসেন ফারুকের জীবনদর্শন ও তার উত্তোরাধিকার সূত্রে থেকে পাওয়া তরিকার গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। বয়ান শেষে উপস্থিত খানকায় সবাইকে তবারক বিতরণ ও নৈশ্য ভোজ করানো হয়।