
ফারুক আহমেদ : সোমবার ময়মনসিংহের ত্রিশালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় মৎস্য আহরণোত্তর কেন্দ্রের সুফলভোগীদের সাথে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক মতমবিনিময় সভা করেছেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক ড.আফতাব হোসেন, ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার সাহা, এনএটিপি-২ প্রকল্পের পরিচালক এস.এম মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল মৎস্য আহরণোত্তর সেবা কেন্দ্রের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক আহমেদ।