
ফারুক আহমেদ : শনিবার ময়মনসিংহের ত্রিশালে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ত্রিশালের তিনশতাধিক বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে শীতব্স্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর প্রমুখ।