
ফারুক আহমেদ : বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মুক্তিযোদ্ধারা এক সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রিশাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান সুরুজ।
এ সময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা সাহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান সুরুজ বলেন আমার সহোদর ভাই আজিজুর রহমান ও আতাউর রহমান আমার পৈত্রিক জমি বেদখল করে রেখেছে এবং আমাদের বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে চলেছে।