
ফারুক আহমেদ : আজ শনিবার ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল উজানপাড়া এতিমখানা মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই মাদ্রাসার ভবনটি তিন কোটি ২৬ লক্ষ টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি । মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দীন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনি প্রমূখ।