
ফারুক আহমোদ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের ভ্যান গাড়ি চালক শরিফের (১৩) লাশ ধান ক্ষেত থেকে উদ্ধারের ৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জরিত থাকার অভিযোগে আসামীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার (২৩ অক্টোবর) বিকেলে শরিফ তাদের নিজস্ব ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ভ্যান গাড়ি নিয়ে বাড়িতে না আসলে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে সোমবার (২৪ অক্টোবর) সকালে থানায় বিষয়টি অবগত করিলে বিকেল বেলায় সংবাদ পেয়ে, কাঁঠাল ইউনিয়নের ধলাইমান নামকস্থানে ধান ক্ষেতের মাঝে শরিফের গলায় গামছা বাঁধা লাশ পাওয়া যায়। পরে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নির্দেশে থানা পুলিশের একটি চৌকশ টিম লাশটি উদ্ধার করে এবং ৮ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি আলামিন (২২) কে গ্রেফতার করে।
এবিষয়ে ওসি মাইন উদ্দিন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং গ্রেফতার হওয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।