ত্রিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ২৯ দোকান পুড়ে ছাই

ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের বাজারে ভয়াবহ আগুনে ২৯টি দোকান পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ২টার সময় সরকারী সেটঘর চাল মহল থেকে আগুনের সূত্রপাত স্থানীয় হয় ববলে
ব্যবসায়ীদের ধারণা।এ নিয়ে ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ রুহুল আমিন জানান, মধ্যরাতে চাল মহল দোকান থেকে আগুনের সূত্রপাত হলে ত্রিশাল ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ততক্ষণে আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এতে ২৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, দোকান গুলোর মাঝে ছিল চাল, ডাল, চিনি ,তেল লবনসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । এই ক্ষদ্র ব্যবসায়ীরা তাদের জীবনে সর্বস্ব দিয়ে এই ব্যবসা গুলো প্রতিষ্ঠা করেছিলেন আজ তারা নিঃস্ব। এ ব্যপারে ত্রিশাল ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রিয়াজ উদ্দিনের সাথে মুঠো ফোনে কথা বললে, তিনি জানান, আমরা আগুনের বিষয়ে সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হই, পরে ৩টি ইউনিটে কাজ করে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি । এই আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে ষ্টেশন অফিসার বলেন,আগুনের সূত্রপাত বিষয়টি তদন্তাধীন রয়েছে কোন প্রকার হতাহত হয়নি। বিষয়টি নিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, আমি আগুনের ঘটনা শোনে সরেজমিন পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলে তালিকা করে ক্ষতিপূরণ পূর্বক জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করেছি, এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অনুদানের প্রক্রিয়াটি এখন থেকেই চলমান রয়েছে।