
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.এন.এম শোভা মিয়া আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ ডাঃ নজরুল ইসলাম, ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, মোজাহিদ খান ভোলা প্রমুখ।