ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়াম্যান মাহমুদা খানম রুমা, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দীন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক, ব্র্যাক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, ব্র্যাক (সেইফ) ত্রিশাল শাখার অফিসার নাজমুন নাহার প্রমুখ।