
অনলইন ডেস্ক :
ময়মনসিংহের ত্রিশালে শুকতারা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নব নির্মিত ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুকতারা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক শহিদুল্লাহর সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামন।পুরস্কার বিতরণ ও নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষায়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, বিআরডিবি চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ৮নং পৌরসভার কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নআহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নআহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিউল মোস্তফা মনির, বাংলাদেশ সাংবাদিত সমিতির ত্রিশাল ইউনিটের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু হানিফ, এমদাদুল হক মিলন, মজিবুর রহমান আজাদ সরকার, নাসিমা আক্তার, নাসির উদ্দিন দুলালসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৮৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।