
মোঃ জসিম উদ্দিন,ত্রিশাল : গতকাল মঙ্গলবার ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল এর কৃত্রিমপ্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র বালিপাড়া – ধলা এর উদ্যোগে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প এর আয়োজন করা হয়।
এ ফ্রী ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড: মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং ত্রিশাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: তানজিলা ফেরদৌসি ও সহযোগী হিসেবে ছিলেন ইন্টার্ন চিকিৎসকগন।
ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড: মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং ত্রিশাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: তানজিলা ফেরদৌসি উপস্থিত খামারীদের মাঝে গবাদিপ্রাণিকে ভ্যাক্সিন ও অসুস্থ প্রাণিকে চিকিৎসা প্রদান করা হয়।
উল্লেখ ,কৃত্রিমপ্রজনন ও প্রাণিসেবা উপকেন্দ্র বালিপাড়া ধলা ত্রিশাল,ময়মনসিংহ অত্র উপকেন্দ্রটি দীর্ঘ দিন যাবৎ বন্ধ ছিল ।