ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে সংস্কৃতিক মন্ত্রনালয়ের সাবেক সচিব প্রয়াত শহীদুল্লাহ ভূইয়ার স্মরনে তার ছেলে ডা. সিয়ামের প্রতিষ্ঠিত ম্যাক্স কিউর হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে সারাদিনব্যাপী শতাধিক নারী/পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ম্যাক্স কিউর হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিয়াম ভুইয়া বলেন, আমার বাবা এ গ্রামের সন্তান। আমরা শহরে থাকলেও বাবার গ্রামের প্রতি অনেক টান ছিল। বাবা মার গিয়েছে । তাই বার স্মরনে গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। এ গ্রামের মানুষের সেবার জন্য ফ্রি চিকিৎসা সেবা নিয়মিত অব্যাহত থাকবে।