ত্রিশালে পৌর মেয়র আনিছ এর ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে পুষ্পস্তবক অর্পণ

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল :
ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র তৎকালীন পূর্ব পাকিস্তান কে জাগ্রত করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা করেন।
দিবসটি উপলক্ষে ৭ই মার্চ সকালে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত সফল মেয়র ও বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ) পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব,কাউন্সিলর উসমান গণি কুসুম, সাইফুল ইসলাম শাহীন, আলমগীর কবির (আলম খান) আনিসুজ্জামান (বাবুল), পৌর সচিব মনিরুজ্জামান সহ সকল কাউন্সিলর ও পৌর পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।