
ত্রিশাল প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে পৌরমিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) ত্রিশাল শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ।
নাটাব ত্রিশাল শাখার সভাপতি ফারুক আহমেদের সভপতিত্বে ও সাধারন সম্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে পৌর প্যানেল মেয়র (১) রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষ অফিসার মোস্তাহেদা পারভীন মৌ, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, নাটাবের ম্যানেজার ফিরোজ আহমেদ, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিকসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।