
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নব-যোগদানকৃত শিক্ষকদের বরণ ও সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
রোববার দুপুরে স্থানীয় নজরুল উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার মো: আলী সিদ্দিক, রূপালী ব্যাংক ত্রিশাল কর্পোরেট শাখার সহকারি মহা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মাকসুদা আক্তার বানু, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভ‚ইয়া, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।