ত্রিশালে নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানকে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা প্রদান ও পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের ম্যধ্য উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. হারুন-অর-রশীদ প্রমুখ।