
ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর বাসষ্ট্যান্ড ও পৌর মধ্যবাজারে ভেজাল দুধ ধরতে বাজার পরিদর্শন করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক।
সোমবার বিকালে ত্রিশাল পৌরসভার মধ্যবাজার ও দরিরামপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন কলেজ মার্কেটের সামনে ভেজাল দুধ ধরতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজারে বিক্রি করতে আসা দুধ বিক্রেতাদের দুধ পরিক্ষা করে কোন ভেজাল দুধ পাওয়া যায়নি। এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফকরুদ্দীন আহমে, সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার প্রমুখ। এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর বলেন,এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।