
ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে দুই গাঁজা বিক্রেতাকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় হাতেনাতে গাঁজা বিক্রেতা পূর্নিমা (৩৫) ও তার সহযোগি বিকাশ আচার্য (৩৬) কে আটক করেছে ত্রিশাল থানার এস.আই নাজমুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে সাতশত ষাট গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে রাতে ত্রিশাল থানায় মামলা হয়েছে এবং আদালতে সৌপর্দ করা হয়েছে।