ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

ফারুক আহমেদ :
“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ তানজিলা ফেরদৌসীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল ডেইরি এসোসিয়শনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি.সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য।