ত্রিশালে তৃতীয় লিঙ্গের সাথে মেয়র আনিছের মতবিনিময়

ফারুক আহমেদ :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সকল অঞ্চলের তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মতবিনিময় করলেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বৃহস্পতিবার পৌরসভা সভাকক্ষে ত্রিশাল হেল্পলাইনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল হেল্পলাইনের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম.এ.এ মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র ২ মানিক ছাইফুল, কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল, খালিদ মাহমুদ সুমন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, হাত বাড়াও সংগঠনের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক আনিছুর রহমান, আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আসমা শিকদার, সাধারণ সম্পাদক মিথিলা সরকার প্রমুখ।