ত্রিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে সোমবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ চত্বরে এক র‍্যালি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্বতক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামনের সভাতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ প্রমুখ।