ত্রিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও অলিম্পিয়াড

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে গতকাল বুধবার সকালে মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমূখ।
মেলায় ১৭টি স্টলে সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেবা প্রদান ও উদ্ভাবনী প্রদর্শন করেন।