
ফারুক আহমেদ, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশালে ট্রকা চাপায় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী নিহত হয়েছে।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রিয়াজ উদ্দিন জানান, বালিপাড়া গামী ট্রাকের সঙ্গে ত্রিশাল গামী সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধারে আমরা কাজ করছি।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচ জনের মধ্যে দুইজন মহিলা ও তিনজন পুরুষ। নিহতদের লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।