ত্রিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় নিসরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তর এলাকা হতে একটি র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নজরুল কলেজের গেইটের সামনে গিয়ে শেষ হয়। পরে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার,উপজেলা পরিষদ সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল পৌরসভা প্যানেল মেয়র-(১) রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলার সাবেক সদস্য সচিব কামরুজ্জামান মিনহাজ প্রমূখ।