ত্রিশালে গুণীজন সংবর্ধনা ও প্রীতি হা-ডু-ডু খেলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে শুক্রবার বিকেলে গুণীজন সংবর্ধনা ও প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রামপুর ইউনিয়নের বড়মা কাকচর ঈদগাহ মাঠে লাল দল ও সবুজ দলের মাঝে হা-ডু-ডু খেলাটি হয়। কাকচর যুব সংঘের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও প্রীতি হা-ডু-ডু খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান। সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে খেলা উদ্ভোধন করেন রামপুর ইউপি চেয়ারম্যান মো. আপেল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানিহারি ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ মন্ডল, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদি জামান লিজন প্রমূখ।