ত্রিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও র‍্যালি

ফারুক আহমেদ :
“অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তণ মুখী” পদক্ষেপ “প্রবেশগন্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ত্রিশালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নজরুল একাডেমির পুরাতন হলরুমে ত্রিশাল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র‌্যালি নজরুল একাডেমি মাঠ হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একাডেমি মাঠে এসে শেষ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। ত্রিশাল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ তরফদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেসুর রহমান সবুজ, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।