
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আবদুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের ছয় কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যান্যরা হলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল রওশন সুমেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মোখলেছুর রহমান আশিকী।