ত্রিশালে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ফারুক আহমেদ : শনিবার ময়মনসিংহের ত্রিশালে বাসট্যান্ড এলাকায় বিএনপি-জামাত, স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা রুখে দেওয়ার অপতৎপরতার বিরোদ্ধে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর সভার মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এড. জালাল উদ্দিন, হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ, এড. ভোকেট ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।